আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :—
বাংলাদেশের জাতীয় সংগীত ও সংবিধান পরিবর্তনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী। দীর্ঘ আট বছর পর গত ৭ আগস্ট গুপ্ত বন্দিশালা আয়নাঘরের অন্তরাল থেকে মুক্তি পান তিনি। এরপর এই প্রথম সাংবাদিকদের নিজের অভিজ্ঞতা ও নানা ইচ্ছার কথা তুলে ধরেন সেনাবাহিনীর সাবেক এই ব্রিগেডিয়ার জেনারেল।
এসময় তিনি বাংলাদেশের জাতীয় সংগীতকে ‘স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থি’ আখ্যা দিয়ে তা পরিবর্তন করা, নতুন সংবিধান প্রণয়নসহ সহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদের সঠিক সংখ্যা জরিপের মাধ্যমে নির্ধারণের দাবি জানান।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন আব্দুল্লাহিল আমান আযমী।