আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

Logo
এনসিপির নেতারা বাচ্চাদের মতো কথা বলছেন : মির্জা আব্বাস

এনসিপির নেতারা বাচ্চাদের মতো কথা বলছেন : মির্জা আব্বাস

নিজেস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, এটা বাচ্চাদের মতো কথা, নির্বাচনে যাবো না। কারণ বিএনপি প্রশাসনে বসে আছে—এ ধরনের কথা বাস্তবতাবিবর্জিত। বিএনপি এখন প্রশাসনে কোথাও নেই। যারা এ কথা বলে, তারা আসলে নিজেদের সুবিধার কথা বলছে।

বুধবার (২৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, সংস্কার ও বাস্তবতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আব্বাস বলেন, “একজন বললেন ডিসেম্বর, আরেকজন বললেন জুন—এতে বিভ্রান্তি তৈরি হয়েছে। এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে বলেই মনে হয়।” তিনি ড. ইউনূসের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “আপনার চারপাশে আওয়ামী লীগপন্থী অনেকে আছেন, যারা আপনাকে সঠিক পথে চলতে দেবে না।”

তিনি আরও বলেন, “কেউ কেউ বলছেন, নির্বাচনে যাব না, কারণ প্রশাসনে বিএনপি আছে। এসব কথা বাচ্চাদের মতো। বাস্তবতা হলো, এখন প্রশাসনে বিএনপি নেই, বরং আওয়ামী লীগের দোসররা সবখানে।”

বিএনপি নেতা অভিযোগ করেন, জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে এবং এই সময়ে ঐক্যই দেশের একমাত্র শক্তি। তিনি অতীতে জাতীয় ঐক্যের উদাহরণ টেনে বলেন, এখন আবারও সেই ঐক্য দরকার।

সভায় আরও বক্তব্য রাখেন গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিম, আবদুস সালাম আজাদ ও আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com