আজ শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :–
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বলেছেন, শেখ হাসিনা মোহাম্মদ আলী ক্লের মত খেলছেন। আঘাতের আগে প্রতিপক্ষকে দৌড়ের উপর রেখে উত্তেজিত করছেন। মোহাম্মদ আলী ক্লে যেমন বক্সিং রিংয়ে প্রতিপক্ষতে অস্থির করে ফেলতেন, হাসিনা তেমনি ভারত থেকে বিভিন্ন বক্তব্য দিয়ে তাই করেছেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা কোনোদিন কল্পনা করতে পারেনি তার পতন হতে পারে। সেই অনুযায়ী সে তার নিজের সংসার গণভবনে সাজিয়েছিলেন। তার আত্মীয়স্বজনরা জানতেন শেখ হাসিনা না থাকলে তাদের কি হবে। তাই তারা এক হাজার বছর আয়ু কামনা করতে শেখ হাসিনার। এই কথা শুনে হেসে দিতেন শেখ হাসিনা। তাকে এমনভাবে সবকিছু পরিকল্পনা করে দেখানো হতো যা একটি স্বপ্নের মতো। কিন্ত হঠাৎই সেই স্বপ্নভঙ্গ হয় ২০২৪ এর আগস্টে।
রনি বলেন, তিনি রাজকুমারীর মত উড়ে গেলেন ভারতে। তথ্য যদি সঠিক হয় তিনি অঢেল সম্পত্তির উপরে আরাম আয়েশে আছেন। আর ভারত থেকে আবার ক্ষমতায় বসার কথা বলছেন। ৮১ সাল থেকে বাংলাদেশের রাজনীতিতে তিনি খেলছেন। এরশাদের সাথে খেলেছেন, আবার তাকে পকেটে ঢুকিয়েছেন। রাজনীতিতে তার বাবার সাথে যারা ছিলো, তাদের প্রত্যককে সে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন। তার বিরোধীরা যারা প্রতিপক্ষ ছিলো তারা বুঝে প্রতিহিংসা কী ছিলো।