আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন

Logo
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া

আন্তর্জাতিক ডেস্ক:-

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বামপন্থী অনূঢ়া কুমারা দিশানায়েকে। গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর দুই বছরের বেশি সময় পর দেশটিতে নির্বাচিত প্রেসিডেন্ট এলেন।

রবিবার রাতে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।কমিশন বলেছে, ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী অনূঢ়া কুমারা দিশানায়েকে।

এর আগে, শনিবার ভোট গ্রহণ শেষে গণনায় দেখা যায়, কোনো প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি। তাই গণনা গড়ায় দ্বিতীয় দফায়। ভোট গণনা করে রাতে নির্বাচন কমিশন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা অনূঢ়া কুমারা দিশানায়েকেকে বিজয়ী ঘোষণা করে।

উল্লেখ্য, শনিবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com