আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্ক:-
অস্ট্রেলিয়ায় শিশুদের কয়েকটি সামাজিক সাইটি নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। সরকারের এ পদক্ষেপের প্রতি বিরোধী দলও সমর্থন জানিয়েছে।নির্দিষ্ট বয়সসীমা পার করার পর শিশুরা নির্দিষ্ট সামাজিক সাইট ব্যবহার করতে পারবে। তবে বিশেষজ্ঞরা সরকারের এ উদ্যোগের সমালোচনা করেছেন।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে আলজাজিরা এ খবর জানায়।খবরে বলা হয়, অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন মধ্যবামপন্থী সরকারের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ জানিয়েছেন, দেশটির শিশুদের অভিভাবকেরা তাদের সন্তানদের ব্যাপক হারে কয়েকটি সামাজিক সাইট ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছেন। সে কারণে সরকার নির্দিষ্ট কয়েকটি সামাজিক সাইট ব্যবহারে শিশুদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে। এজন্য সংসদে বিল এনে তা পাস করানো হবে।
মঙ্গলবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টি কর্পোরেশন (এবিসি)-কে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ বলেন, অস্ট্রেলিয়ার শিশুদের অভিভাবকেরা শিশুদের ব্যাপকহারে সামাজিক সাইটের প্রতি আসক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে ‘ইনস্টাগ্রাম’ ও ‘টিকটক’-এ তারা বেশি আসক্ত হয়ে পড়েছে। যথেষ্ট হয়েছে, আর না।তিনি বলেন, সে কারণে নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত শিশুদের এই সামাজিক সাইটগুলো থেকে বিরত রাখতে আইন পাস করা হবে।