আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:-
রাশিয়ার সঙ্গে শক্তিশালী এক সামরিক চুক্তি করছে উত্তর কোরিয়া। চুক্তি অনুসারে, দু’দেশের মধ্যে যদি কোনো একটি দেশে সশস্ত্র হামলা হয়, তাহলে এক দেশের সেনা অন্য দেশকে সহায়তা করবে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, দুই দেশের মধ্যকার ঐতিহাসিক এ সামরিক চুক্তিতে আন্তর্জাতিক উদ্বেগ বাড়বে।
মঙ্গলবার (১২ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি আরও জোরদার করতে একটি চুক্তি স্বাক্ষর করেছে উত্তর কোরিয়া। এরই মধ্যে ডিক্রি জারি করে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির এই অংশটি গ্রহণ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রাশিয়ার পার্লামেন্টেও এ বিষয়ক বিলটি সর্বসম্মতিতে পাস হয়েছে।
উত্তর কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, চুক্তি অনুসারে দুই দেশের মধ্যে কোনো একটি দেশে যদি সশস্ত্র আক্রমণ হয়, তা হলে এক দেশের সেনা অন্যদেশকে সাহায্য করবে।
এর আগে জুন মাসে উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন পুতিন। তখনই উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি সই হয়েছিল রাশিয়ার। যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই বিতর্কিত চুক্তিই এবার আরও জোড়ালোভাবে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াল।
কিছুদিন আগেই ইউক্রেন অভিযোগ করেছিল, রাশিয়ার সীমান্তে ইউক্রেনের সেনার সঙ্গে উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধ হয়েছে। এ ঘটনায় স্পষ্ট হয়ে গেছে যে, উত্তর কোরিয়ার সেনা রাশিয়াকে সরাসরি সাহায্য করছে এবং ইউক্রেন যুদ্ধে তারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে যুদ্ধ করছে। এবার এই চুক্তির মাধ্যমে রাশিয়াকে প্রতিরক্ষায় আরও সহায়তার বিষয়টি স্পষ্ট করল কিম জং উন।