আজ বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

Logo
News Headline :
পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দাখিল পরীক্ষার্থীর খাতায় লিখে দিয়ে শাস্তি পেলেন কক্ষ পরিদর্শক ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ মান্নার মৃত্যু মানে চলচ্চিত্রের অর্ধেক মৃত্যু হয়ে গেছে : মিশা সওদাগর ঢাকায় আসছেন ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী পানিতে ডুবে পবিপ্রবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চিকিৎসকের গাফিলতির অভিযোগ বার্সার সামনে ইতিহাস, রিয়ালের সামনে প্রতিশোধ: এল ক্লাসিকো আসছে! আগামী মাসে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল আজ নায়ক মান্নার ৬০তম জন্মবার্ষিকী
ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ

ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ

নিজেস্ব প্রতিবেদক

গাজায় ইসরায়েলি ‘সামরিক বর্বরতার’ প্রতিবাদে দেশটির নাগরিকদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ মঙ্গলবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু এই ঘোষণা দেন। এ নিয়ে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিবৃতিও দেওয়া হয়েছে, যাতে গাজায় ইসরায়েলি ‘বর্বরতার’ কথাও উল্লেখ করা হয়।

সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, মালদ্বীপ অভিবাসন আইনের তৃতীয় সংশোধনীর অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবারই পিপলস মজলিস কর্তৃক অভিবাসন আইনের তৃতীয় সংশোধনী পাস হয়। এর ফলে এখন থেকে ইসরায়েলি পাসপোর্টধারীরা মালদ্বীপে প্রবেশ করতে পারবেন না।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু লেখেন, ‘এই সংশোধনী ফিলিস্তিনে চলমান নৃশংসতার বিরুদ্ধে আমাদের অবস্থানের স্পষ্ট প্রতিফলন। ভারত মহাসাগরে অবস্থিত আমাদের এই দেশটি ফিলিস্তিনি জনগণের প্রতি অটল সংহতি পুনর্ব্যক্ত করছে।’

প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিবৃতিতে বলা হয়, ‘এই অনুমোদন ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান পরিষ্কার করেছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতার পক্ষে সব সময় কথা বলে আসছে মালদ্বীপ। বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সোচ্চারও রয়েছে দেশটি।’

এর মধ্য দিয়ে জাতিসংঘের প্রস্তাব এবং আন্তর্জাতিক আইনি নিয়ম অনুসারে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেছে মালদ্বীপ।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com