আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০১ অপরাহ্ন
আওয়ার ডেইলি আন্তর্জাতিক ডেস্ক;-
ইরানে খনি বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও ২০ জন। এ ঘটনায় আহত হয়েছেন ১৭ জন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।রোববার (২২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে ইরানের পূর্বাঞ্চলে তাবাসের একটি খনিতে বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৫১ জন নিহত এবং আরও ২০ জন নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোববার সকালে তাবাসের খনির দুটি ব্লকে মিথেন গ্যাসের বিস্ফোরণ ঘটে। সেখানে মোট ৬৯ জন শ্রমিক কর্মরত ছিলেন।