আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

Logo
হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে “আগামীর লক্ষ্য: আজকের প্রস্তুতি” শীর্ষক ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে “আগামীর লক্ষ্য: আজকের প্রস্তুতি” শীর্ষক ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার 

হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে “আগামীর লক্ষ্য: আজকের প্রস্তুতি” শীর্ষক ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও ৬ষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান অনুষ্ঠান শুক্রবার সকালে ভূকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি সাংবাদিক হোসাইন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুমেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের জেনারেল ম্যানেজার ও ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মো. এনামুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন, শিক্ষক ও লেখক এম. এস. আলী, শিক্ষক ফখর উদ্দিন, বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম, সংগঠনের উপদেষ্টা মো. নজরুল ইসলাম ও সিএনআরএস কর্মী মোহাম্মদ আজির উদ্দিন।

উপস্থিত হন ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্ঠা আজিজুর রহমান মনির।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও ৬ষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার আহ্বায়ক এফরুল ইসলাম রুহিন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি লিমিটেডের সিনিয়র অফিসার জাহাঙ্গীর হোসেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুল রাসেল, অফিস সম্পাদক আব্দুল আজিম রাফি, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. রাসেল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার তাহমিদ, সদস্য আব্দুল কাদির, বদরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতি, ক্যারিয়ার গঠনের পরিকল্পনা ও সঠিক দিকনির্দেশনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। শেষে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com