আজ সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

Logo
News Headline :
শিক্ষক আওয়ামী লীগ করতেন’, তাই পিটিয়ে স্কুলছাড়া করলেন যুবদল নেতা ময়মনসিংহে সাধারণ শিক্ষার্থী-ছাত্রদলের সংঘর্ষ স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২৫ গেইল-ম্যাককুলামের রেকর্ড ভাঙলেন লিটন-তামিম স্কুলে ঢুকে শিক্ষককে পেটালেন যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা অবশেষে জয়ের দেখা পেল ঢাকা রাজনীতির কারণে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটলে কাউকে ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা কুলিয়ারচরে প্রিপেইড মিটার স্থাপন স্থগিত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ইটবাহী ট্রলি গাড়ীর চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত! লিফলেট বিতরণকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
স্কুলে ঢুকে শিক্ষককে পেটালেন যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা

স্কুলে ঢুকে শিক্ষককে পেটালেন যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক :–

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলের ভেতরে ঢুকে এক শিক্ষককে পেটালেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তাকে উদ্ধার করতে গেলে যুবদলের সাবেক এক নেতাকেও মারধর করেন হামলাকারীরা।

রোববার (১২ জানুয়ারি) সকালে উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে এই ঘটনা ঘটে।

গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ এলাকার ইছাক উদ্দিনের ছেলে মোহাম্মদ বশির মিয়া। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক। অপর আহত জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও আটাবহ ইউনিয়ন যুবদলের নেতা রেজভী আহম্মেদ রাজীব।

এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট কিছু লোক কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে যায়। সেখানে গিয়ে তারা নানা অভিযোগ তুলে ওই স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ বশির মিয়াকে পদত্যাগ পত্রে জোরপূর্বক স্বাক্ষর করায়। ওই সময় তারা তাকে হুমকি-ধমকি দিয়ে স্কুল থেকে তাকে বের করে দেয়। পরের দিন ১৫ আগস্ট ওই শিক্ষক কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ১৮ আগস্ট স্কুলে যান ওই শিক্ষক। এ ঘটনায় একটি তদন্ত কমিটি হলে ওই শিক্ষকের পক্ষে একটি তদন্ত প্রতিবেদন দেওয়া হয়। ওই প্রতিবেদনটি সন্তেুাষজনক না হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পুনঃতদন্তের জন্য আবেদন করেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিসহ সাতজন স্বাক্ষরিত একটি পক্ষ। এরপর গত ১ জানুয়ারি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানকে প্রধান করে অপর একটি পুনঃতদন্ত কমিটি করা হয়।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে যুবদল নেতা রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে কয়েকজন লোক ওই স্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ঢুকে। পরে তারা ওই সহকারী শিক্ষককে টেনে-হেচড়ে বাইরে বের করে এবং রড, লাঠিসোটা দিয়ে মারধর করে। এসময় ওই শিক্ষকের সাবেক ছাত্র ও যুবদল নেতা রাজীব শিক্ষককে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করে হামলাকারীরা। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।এ ঘটনায় নিন্দা জানিয়ে গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির

সভাপতি মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় সঠিক ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করবো।

আহত শিক্ষক মোহাম্মদ বশির মিয়া বলেন, গত ১৪ আগস্টের পর তারা স্কুলে না আসার জন্য বিভিন্ন সময় আমাকে হুমকি দিয়ে আসছিল। জোর করে একটা কাগজে স্বাক্ষর নিয়ে স্কুল থেকে বের করে দিয়েছিল। এরপর আবারও নিয়মিত স্কুলে যাওয়া শুরু করলে আজকে স্কুলে ঢুকে আমার ওপর হামলা করে। এসময় আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। আমাকে বাঁচাতে গেলে আমার সাবেক ছাত্র রাজীবকেও তারা মারধর করে।

ওই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস জানান, ওই শিক্ষকের বিষয়ে তদন্ত চলমান থাকা অবস্থায় তার ওপর হামলার ঘটনাটি দুঃখজনক। ওরা আমাকেও বকাঝকা ও হুমকি দিয়েছে। আমিও আতঙ্কে আছি। তবে সুষ্ঠ তদন্তের মাধ্যমে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর মোল্লা জানান, ওই বিষয়টি শুনেছি। কিন্তু এর আগেও তার বিরুদ্ধে নানা অভিযোগের কথা শুনেছি। তবে গঠণতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, বিষয়টি শুনেছি। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com