আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন
মোঃ মামুন সেখ,জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ:-
আজ রবিবার ঢাকা-পাবনা আঞ্চলিক মহাসড়কে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার সংলগ্ন এ দুর্ঘটনটি ঘটে৷
সরে জমিনে গিয়ে জানতে পারি যে দ্রুত গতিতে বিপরীত পাশ থেকে একটি কোচ অপর প্রান্ত থেকে একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়৷ মুখোমুখি সংঘর্ষ হওয়ায় ঘটনাস্থলে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হন৷ নিহত দুইজন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই৷
স্থানীয় একজনের সাথে কথা বললে তিনি জানান, মোটরসাইকেল ও বাস মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন আমরা দ্রুত হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়৷ ঘটনাস্থলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেন ৷
নিহতরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, সকালে শরীফুল ও নাইমুর মোটরসাইকেল নিয়ে পাবনার দিকে যাচ্ছিল। তারা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়। পরে খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।