আজ বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

Logo
News Headline :
পিরোজপুরে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কোন দলকে নিষিদ্ধ করার ব্যপারে জনগনই চুড়ান্ত সিদ্ধন্ত নিবেঃ- মির্জা ফখরুল শিল্প বিপ্লবে বাংলাদেশের প্রায় ৫৪ লাখ কর্মী চাকরি হারাবে। রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি করল উত্তর কোরিয়া পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন আসিফের গানের মডেল সেই ভাইরাল ফারজানা শেখের বেটি নাকি পালায় না,আজ কোথায় তিনি-খায়রুল কবির খোকন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য নেই: ফয়জুল করীম বরিশাল-রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু বিপিএল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা
সিরাজগঞ্জে মালচিং পদ্ধতিতে হচ্ছে তরমুজ চাষ, সফল দুই বন্ধু 

সিরাজগঞ্জে মালচিং পদ্ধতিতে হচ্ছে তরমুজ চাষ, সফল দুই বন্ধু 

মোঃ মামুন সেখ 

সিরাজগঞ্জ প্রতিনিধি৷ 

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামে অসময়ে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে সফল হয়েছেন সেলিম রেজা ও ইউসুফ আলী নামের দুই বন্ধু ৷ 

সরেজমিনে গিয়ে দুই বন্ধুর সাথে কথা বললে তারা ”আওয়ার ডেইলি বাংলাদেশ কে জানান,  আমরা দুই বন্ধু মিলে এক বিঘা জমি লিজ নিয়ে মালচিং মাচা পদ্ধতিতে এগ্রো-১ কোম্পানির স্মার্টবয়-২ জাতের বারোমাসি তরমুজ চাষ করেছি। আলহামদুলিল্লাহ আমাদের ফলন অনেক ভালো হয়েছে এতে আমরা আশা করছি যে কিছু দিনের মধ্যে জমি থেকে তরমুজ বাজারে বিক্রি করতে পারব এবং আমরা আশা রাখছি যে ৫ লক্ষ টাকা লাভ করতে পারব৷ 

এলাকাবাসী জানান, সেলিম ও ইউসুফ বগুড়ায় বেড়াতে গিয়ে স্মার্টবয় তরমুজ চাষ করতে দেখেন কৃষকদের। এতে তারা উদ্ধুদ্ধ হন। বাড়িতে ফিরে তরমুজ চাষের বিষয়ে উপজেলা কৃষি অফিসের পরামর্শ নেন তারা। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় ২৫ হাজার টাকায় এক বিঘা জমি লিজ নেন সেলিম রেজা ও ইউসুফ আলী । সেখানে আধুনিক মালচিং মাচা পদ্ধতিতে স্মার্টবয়-২ জাতের তরমুজ চাষাবাদ শুরু করেন তারা।

প্রথম দিকে টানা বৃষ্টিপাতে তরমুজের গাছ নিয়ে বিপাকে পড়েন দুই বন্ধু। আবহাওয়া ভালো হলে তাদের জমিতে চারাগাছ বড় হতে থাকে। এরপর তারা জমিতে মাচা তৈরি করেন। বর্তমানে মাচার নিচে ঝুলে আছে হাজারো তরমুজ।

কৃষক সেলিম রেজা বলেন, প্রায় ৩ হাজার তরমুজ নেট দিয়ে মাঁচার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। জমিতে আরো দেড় হাজার তরমুজ বড় হচ্ছে। জমিতে থাকা প্রতিটি তরমুজের ওজন ৩ থেকে ৪ কেজির মতো হয়েছে।’

সেলিম রেজা আরো বলেন, জমিতে পাইকাররা এসে তরমুজের দাম ৩ লক্ষ টাকার উপরে বলেছেন। কিন্তু আমরা পাইকারকে না দিয়ে আমরা নিজেরাই জমি থেকে তরমুজ তুলে বাজারে বিক্রি করবো। বর্তমানে বাজারে ৬০ টাকা কেজি দরে এই তরমুজ বিক্রি হচ্ছে। সে হিসাবে পুরো জমির তরমুজ ৬ লক্ষ টাকার বেশি দামে বিক্রি হবে বলে আশা করছি।’ 

কৃষক ইউসুফ আলী বলেন, প্রাকৃতিকভাবে তৈরি জৈব ও কম্পোষ্ট সার ব্যবহার করা হচ্ছে জমিতে। এখানে বাড়তি কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। পুরো চাষাবাদে আমাদের ১ লক্ষ টাকা খরচ হয়েছে। খরচ বাদে আমাদের প্রায় ৫ লক্ষ টাকা লাভ হতে পারে।

ইউসুফ আলী আরো জানান, তরমুজের পাশাপাশি আমরা ৫ বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে টমেটো, বেগুন ও আলু চাষ শুরু করেছি৷ 

 সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ আনোয়ার সাদাত বলেন, ‘দুই উদ্যোক্তা গভীর আত্মবিশ্বাস নিয়ে এক বিঘা জমিতে এগ্রো-১ কোম্পানির স্মার্টবয়-২ জাতের বারোমাসি তরমুজ চাষ শুরু করেন। কৃষি অফিস থেকে তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। প্রথম বছরেই তারা সফলতা পাচ্ছেন। কৃষি উদ্যোক্তাদের সহযোগিতার মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানোর চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com