আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮ টি দোকান। বুধবার রাত্রে শ্রীরামকাঠী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাত্র সাড়ে ১১টায় মুদি ব্যবসায়ী শাজাহানের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের অন্যসব দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও এলাকাবাসীর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শ্রীরামকাঠী বাজারের ব্যবসায়ীরা বলেন, অগ্নিকাণ্ডে ৮ টি দোকানে প্রায় এক কোটি টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
নাজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শোয়াইব হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় আগুনে ৮ টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।