আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ৮ দফা দাবি বাস্তকায়নে মানববন্ধন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ও নাগরিক উদ্যোগ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বার) সকালে শ্রীমঙ্গল চৌমহনা চত্ত¡রে এ মানববন্ধনে বক্তব্য রাখেন বিমল কর, জেলা কমিটির কোঅডির্নেটর জিয়ান মাদ্রাজি, প্রোগ্রাম অফিসার মনোজ তাঁতী ও হিসাব রক্ষণ কর্মকর্তা তাপস রাজগড় প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে সংগঠনের কর্মকর্তা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের ৮ দফা দাবি হলো, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল- ২০২২ অবিলম্বে পাশ করতে হবে, জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র আওতায় বরাদ্দ বাড়াতে হবে, সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাসজমি বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে, পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের জন্য সুরক্ষার সকল উপকরণ সরবরাহ করতে হবে, সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করতে হবে, সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে এবং দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধকল্পে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং বিশেষ উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি করার দাবি জানানো হয়।