আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন
তাজ মাহমুদ
লংগদু (রাঙ্গামাটি)
১৬ ডিসেম্বর, ২০২৪ সোমনার বিকাল ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও মাইনীমুখ ইউনিয়ন আমীর মোঃ শিহাব উদ্দীনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মোহাম্মাদ নুরুল করিম,উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, জেলা মজলিসে শুরা সদস্য খ ম মতিউর রহমান, বায়তুশশরফ মাদ্রাসা কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লংগদু উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, লংগদু সদর ইউনিয়ন আমীর আব্দুল জব্বার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মোঃ সাহেদ আলম ইমন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও প্রকৃত অর্থে জনগণের কাঙ্খিত স্বাধীনতা অর্জিত হয়নি। প্রিয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষা ও জাতিকে আত্মনির্ভরশীল রাখতে আমাদের শপথ নিতে হবে এবং আধিপত্যবাদী ও ষড়যন্ত্রকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান এবং একটি উন্নত, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সমাবেশে বক্তারা ভিনদেশীদের আগ্রাসন ও ষড়যন্ত্র মোকাবিলায় সর্বদা প্রস্তুত ও সতর্ক থাকতে নেতাকর্মীদের আহবান জানান। এছাড়াও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন। স্বাধীনতার ৫৪ বছরেও জনগণ তাদের মতপ্রকাশের পূর্ণ ব্যবহার করতে পারেনি। আর কোনো স্বৈরাচার যেনো দেশের মানুষের উপর জুলুম না করতে পারে।