আজ শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

Logo
লংগদুতে জামায়তের শীতবস্ত্র বিতরণ”

লংগদুতে জামায়তের শীতবস্ত্র বিতরণ”

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামটি)

রাঙামাটির লংগদুতে দুইশতাধিক শীতার্তদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

০৯ জানুয়ারী, ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৪ঃ৩০ টায় স্থানীয় একটি মিলনায়তনে  এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জামায়াত মানবতার সেবায় নিয়োজিত আছে। বিএনপি-জামায়াত জোট সরকারের  আমলে মন্ত্রীসভায় জামায়াতের দুইজন মন্ত্রী ছিল। এই পর্যন্ত কেউ এই দুই জন মন্ত্রীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করতে পারেনি। তারা ছিলেন সৎ ও যোগ্য। জামায়াত আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। জনগণ যদি জামায়াতকে রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাহলে ঘরে ঘরে সেবা পৌছে যাবে। সেবা নেওয়ার জন্য জনগণকে সরকারী দপ্তরে আসতে হবে না। জামায়াত যে কোন দূর্যোগে জনগণের পাশে দাঁড়ায়। জনগণের সেবা করার সর্বোচ্চ চেষ্টা করে। তিনি সকলকে জামায়াতের পতাকাতলে সমবেত হয়ে আগামীদিনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কুরআনের সমাজ কায়েমের আন্দোলনকে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ নুরুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ পুর্ব সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, জেলা শুরা সদস্য খ ম মতিউর রহমান, এসিঃ সেক্রেটারি তাজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, শ্রমিক কল্যান বিভাগের উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, বায়তুলমাল সম্পাদক ওছমান গনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম, উপজেলা সভাপতি শাহেদ আলম ইমনসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com