আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

Logo
লংগদুতে গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় 

লংগদুতে গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় 

তাজ মাহমুদ

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙ্গামাটির লংগদু উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাগণের সাথে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হাবিব উল্লাহ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ছাত্র জনতার গণঅভ্যুত্থাণে আহতদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

০৮ ফেব্রুয়ারি, ২০২৫ ইং শনিবার বেলা ১২ টায় লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  মতবিনিময় সভাটি উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদের সভাপতিত্বে এবং উপজেলা মৎস ও প্রাণী সম্পদ কর্মকর্তা তানভীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ হাবিব উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহিদুল ইসলাম পাটোয়ারি, জেলা পরিষদের সদস্য (লংগদু) মিনহাজ মুর্শিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লংগদু উপজেলা সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, বিএনপি উপজেলা সেক্রেটারি মোঃ আবুল কালাম আজাদ।

এছাড়াও বক্তব্য রাখেন হেডম্যানদের পক্ষে এখলাস মিয়া খান, ইউপি সদস্যদের পক্ষে মোঃ দেলাওয়ার হোসেন,  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে আব্দুল বারেক দেওয়ান ও বিক্রম চাকমা, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ চৌধুরী, ছাত্র আন্দোলনে আহত আমানুল্লাহ, কামরুল হাসান কাদের, শিক্ষকদের পক্ষে আল মামুন ইবনে মিজান, ইসলামী আন্দোলন বাংলাদেশের লংগদু উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নান, গণ অধিকার পরিষদের কলিন্স চাকমা।

বক্তারা লংগদু উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন। এলাকার সকল ইউনিয়নের যোগাযোগ সড়ক, ব্রিজ বা সেতু, শিক্ষার ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ সরবরাহ, লংগদু টু রাঙ্গামাটি সড়ক ব্যবস্থা (নানিয়ারচর সড়ক) চালুসহ উন্নয়নমুলক কর্মকান্ড চালু করার দাবি জানান।

এ সময় লংগদু উপজেলার বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, হেডম্যান, কারবারি, সকল ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তাগণ (সচিব), সদস্যবৃন্দ এবং উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভা শেষে ছাত্র জনতার গণুঅভ্যুথানে আহত ছাত্র মোঃ আমানুল্লাহ, কামরুল হাসান কাদের, ওসমান হারুন কে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিব উল্লাহ।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com