আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

Logo
রায়পুরায় স্ত্রীর হাতে স্বামী খুন,আটক ১

রায়পুরায় স্ত্রীর হাতে স্বামী খুন,আটক ১

সাদ্দাম উদ্দিন রাজ .নরসিংদী 

নরসিংদীর রায়পুরায় এবার স্ত্রীর শাবলের আঘাতে স্বামী আবুল কাসেম (৫২) নামে একব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা পৌরসভার মহিষমারা এলাকার এ ঘটনা ঘটে।আটকৃত ব্যক্তি হলেন, একই এলাকার নিহত আবুল কাসেমের স্ত্রী পাপিয়া সুলতানা (রুমা)।রায়পুরা থানার উপপরিদর্শক শফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে নিজ ঘরে কাজ করার সময় স্ত্রী পাপিয়া সুলতানা রুমার সাথে কথা কাটাকাটি হয় তার স্বামী আবুল কাশেমের। একপর্যায়ে উত্তেজিত হয়ে পাপিয়া সুলতানা রুমা ঘরের কোনে থাকা শাবল দিয়ে আবুল কাশেম কে মাথায় একাধিক আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘাতক স্ত্রী পাপিয়া সুলতানা রুমার ভাষ্যমতে – তিনি তার স্বামীর মাথায় শাবল দিয়ে একাধিক আঘাত করেন। তারপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার উপপরিদর্শক শফিউল্লাহ ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং হত্যাকারী পাপিয়া সুলতানা রুমাকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com