আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
মোঃ আরাফাত আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও বাংলার সূর্য সন্তানদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বাঙালি জাতির ইতিহাসের অমর এ দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপজেলা শহীদ মিনারে একত্রিত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে স্মরণ করেছে। এসময় ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের সদস্যদের উপস্থিতি বিশেষভাবে লক্ষনীয় ছিলো।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনি, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় প্রথমে শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণ করেন রাণীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন।
এরপর পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় রাণীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ তারিকুল ইসলাম, ভূমি সহকারী কমিশনার শেখ নওশাদ হাসান, কৃষি অফিসার ফারজানা হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোঃ রফি ফয়সাল তালুকদার আরও অনেকে উপস্থিত ছিলেন।
ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফোরাম এর অন্যতম সদস্য মোঃ রায়হানুল হক-এর উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে রাণীনগর উপজেলা পরিষদের শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা শহীদ মিনারে উপস্থিত ছিলেন ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের অন্যতম সদস্য মোঃ রায়হানুল হক, মোঃ আরিফ হোসেন (সাংবাদিক), মোঃসোহেল, আরিফ, মো:ওয়াহাব, মোঃ আসাদ, মোঃ শাহিনুর ইসলাম (সাগর), মোঃ সাব্বির সহ ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের অন্যান্য সদস্যরা।
মোঃ রায়হানুল হক বলেন ‘আমাদের এই সংগঠন টি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না। আমরা সবসময় সমাজ এবং রাষ্ট্রের জন্য ভালো কাজ করার উদ্যোগ নিবো। আগামীতেও রাষ্ট্রীয় সকল প্রোগ্রামে উপস্থিত থাকার চেষ্টা করবো।’