আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

Logo
রাজশাহীতে আন্ত:জেলা ফুটবল টুনামেন্টে জার্সি বিতরণ 

রাজশাহীতে আন্ত:জেলা ফুটবল টুনামেন্টে জার্সি বিতরণ 

রাজশাহী প্রতিনিধি: 

মাদককে না বলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাজকে ক্রিড়ামূখী ও উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির লক্ষে কাজ করছেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী এবং সাবেক যুগ্ম আহ্বায়ক চন্দ্রীমা থানা যুবদল, সদস্য রাজশাহী মহানগর যুবদলের আব্দুল কাদের উৎসব। নিজ অর্থায়নে শিরোইল কলোনী ১৯ নং ওয়ার্ড যুব সমাজকে ক্রিড়ামূখী করতে খেলাধুলার সামগ্রীসহ জার্সি বিতরণ করেছেন তিনি। মাদকাসক্ত যুবকদের পূর্ণবাসনের লক্ষ্যে নিজ অর্থে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন।

এরই ধারাবাহিকতায় রোববার (৯ ফেব্রুয়ারী) রাজশাহী জেলা স্টেডিয়ামে আয়োজিত আন্ত:জেলা ফুটবল টুনামেন্টে জার্সি বিতরণ করা হয়। 

রাজশাহী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্ত: জেলা ফুটবল টুনামেন্টে শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের জার্সি বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন, শুভ সকাল ফুটবল একাডেমির পরিচালক মোহাম্মদ আলী, বাফুফে রাজশাহী জেলা ও বিভাগের কোচ জহির ইকবাল, শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাবেক চন্দ্রীমা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলী মানিক, রাসেল, চন্দ্রীয় থানা যুবদলের সদস্য ইউসুফ আলী সনি, রানা, শিয়াম, ১৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান আলী, সদস্য ইরশাদ আলী প্রমূখ। 

প্রধান অতিথি বক্তব্য রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, রাজশাহী মহানগর যুবদল সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক এবং ব্যবসায়ী আব্দুল কাদের উৎসব মাদক থেকে যুব সমাজকে ক্রিড়ামূখী করতে যে উদ্দ্যোগ গ্রহণ করেছে তা সত্যি প্রশংসনীয়। নিজ অর্থে যুবকদের খেলাধুলায় ব্যস্ত রাখছেন তিনি। এছাড়াও এলাকায় মাদক নিমূলে তিনি জনসচেতনতা মূলক কাজও করছেন। যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ। তাঁদেরকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নাই। আমরা দেশ নায়ক তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুব সমাজকে ক্রিড়ামূখী ও উদ্যোক্তা তৈরি লক্ষ্যে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com