আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার
মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশায় সন্ত্রাসী সংগঠন ইসকনের মসজিদে হামলা ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার তারাপাশা বাজারে তারাপাশা কলেজের ছাত্র প্রতিনিধির উদ্যোগে সন্ত্রাসী ইসকন কর্তৃক মসজিদে হামলা ও আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকান্ডের প্রতিবাদে ছাত্র প্রতিনিধি ও মুসলিম জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তারাপাশা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে ও জাকির হোসেন শাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা ওলীউর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্রতিনিধি ফজলে রাব্বি খান, হাসানুল বান্না সজিব, সাজু আহমদ, আব্দুল মুমিন, মিনহাজুর ইসলাম প্রমুখ।
বক্তরা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন, এটিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই উগ্রবাদী কার্যক্রম বা ষড়যন্ত্র বরদাস্ত করা যাবে না বলেও হুশিয়ারী দেন বক্তারা