আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার
বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী বলেন বিগত সরকারের সময়ে ব্যাপকভাবে টাকা পাচার ও লুট হয়েছে, অথচ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সঞ্চয়ে সাইফুর রহমান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাহারমর্দনে মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণ মূলক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
ফাইনালে বালাগঞ্জ ও হবিগঞ্জ টিম মুখোমুখি হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় বালাগঞ্জ টিম এবং রানার্সআপ হয় হবিগঞ্জ টিম ।
খেলা শেষে রুহুল কবির রিজভী চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের হাতে পুরস্কার তুলে দেন
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফকরুল ইসলাম,সদস্য মো বকশী মিজবাউর রহমান, সদস্য মুজিবুর রহমান মুজিব প্রমুখ।