আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

Logo
News Headline :
পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিলেন এসআই সাইফুল ইসলাম চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ
মৌলভীবাজারে ব্র্যাক প্রকল্প অবহিত করণ সভা

মৌলভীবাজারে ব্র্যাক প্রকল্প অবহিত করণ সভা

রিপোর্টার মৌলভীবাজার

মৌলভীবাজার সদর উপজেলায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় আনলকিং ফিন্যান্সিয়াল সল্যুসন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় আনলকিং ফিন্যান্সিয়াল সল্যুসন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সহযোগিতায় উদ্যোক্তা হতে ইচ্ছুক তরুণ ও যুবদের জন্য ব্র্যাক যে সুযোগ নিয়ে এসেছে, তা কাজে লাগাতে পারলে পরিবারের পাশাপাশি তারা সমাজ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবেন। এসময় তিনি এনজিও, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে তরুণ ও যুব উদ্যোক্তাদের উদ্যোগকে এগিয়ে নেয়ার জন্য ভূমিকা রাখতে আহবান জানান।

ব্র্যাক জেলা সমন্বয়ক ইলিমেন্ট হাজং-এর সভাপতিতে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস এম নাগিব মাহবুব, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহেদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ প্রমূখ।

অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ চন্দ্র সাহা, উপজেলা শিক্ষা অফিসার রাশিদা আক্তার, পূবালী, সোনালী ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপকগণসহ বিভিন্ন এনজিওর জেলা পর্যায়ের প্রতিনিধি এবং ব্যবসায়ী ও উদ্যোক্তা হতে ইচ্ছুক তরুণ-তরুণীগণ।

আনলকিং ফিন্যান্সিয়াল সল্যুসন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের জেলা ব্যবস্থাপক আসলাম হাকীম আরিফ তাঁর মূল উপস্থাপনায় বলেন, বাংলাদেশের তরুণ ও যুব, যারা তাদের আয় এবং উৎপাদনমূলক উদ্যোগ সম্প্রসারণ বা বৃদ্ধি করতে চায়, তাদের জন্য ঐতিহ্যগত অর্থায়নের উৎসগুলো থেকে ঋণ গ্রহণের সমস্যার সমাধান করে অর্থনৈতিক সুবিধাগুলো সহজতর করনের মাধ্যমে তরুণ ও যুব উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি করে তাদের এবং তাদের পরিবারের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য ।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com