আজ বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার
১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে বিতারিত করে মৌলভীবাজার শহর শত্রুমুক্ত হয়েছিল। এর পর থেকে এই দিনটিকে মৌলভীবাজার মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
মুক্ত দিবস উপলক্ষে রোববার ৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসক,জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা এভোকেট মুজিবুর রহমান মুজিব, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, জেলা জজ আদালতের পিপি এডভোকেট আব্দুল মতিন চৌধুরী,বিএনপি নেতা মোঃ ফখরুল ইসলাম,মনোয়ার আহমদ রহমানসহ অন্যনরা।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত : ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা মরন পণ লড়াই করে পাক হানাদার বাহিনীকে মৌলভীবাজার থেকে বিতারিত করে শত্রুমুক্ত করেছিল। মুক্তিযোদ্ধাদের বহুমূখী মরন পণ লড়াই ও ভারত থেকে মুক্তি বাহিনী ক্রমশ ক্যাম্প অভিমুখে এগিয়ে আসার খবরে পাক বাহিনী ভীত হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ৮ ডিসেন্বর ভোরে মনুব্রীজ সহ বিভিন্ন স্থাপনা পাক বাহিনী ধংশ করে তারা শেরপুর হয়ে সিলেটের দিকে পালিয়ে যায়। এর পর মুক্ত হয় মৌলভীবাজার শহর। উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।