আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন
মুন্সীগঞ্জ প্রতিনিধি:-
মুন্সীগঞ্জে অটোরিকশাচালককে হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উরমী এ রায় দেন।
কারাদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন মুছা সরকার, নজরুল ফরাজি ও সবুজ চৌকিদার।
মামলার এজাহার বিবরণী থেকে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি সদর থানার উপপরিদর্শক (এসআই) খসরু আহম্মেদ মুক্তারপুর এলাকার রিভার ভিউ হিমাগার সংলগ্ন মল্লিক রায় দীঘিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর থানায় ১৯ জানুয়ারি একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকালে উদঘাটিত হয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অটোরিকশা ছিনতাই করে এর চালক হিমেল মীরকে হত্যা করে দীঘিতে বস্তাবন্দি মরদেহ ফেলে চলে যায়। হিমেল সদর উপজেলার গোসাইবাগ এলাকার সাইজুদ্দিনের ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে একে একে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় তিন বছর বিচারকাজ শেষে আদালত আজ আসামিদের উপস্থিতিতে তিনজনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন। অপর তিনজনের মামলায় সম্পৃক্ততা না থাকায় খালাস দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ রায়ে সন্তুষ্ট নিহত হিমেল মীরের পরিবার।