আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

Logo
মুন্সীগঞ্জে গুলিতে নিহত তরুণীর পরিচয় মিললো

মুন্সীগঞ্জে গুলিতে নিহত তরুণীর পরিচয় মিললো

Oplus_131072

আক্কাছ আলী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের দোগাছি সার্ভিস লেন সড়কে গুলিতে নিহত তরুণীর পরিচয় মিলেছে। তার নাম শাহিদা আক্তার। সে ময়মনসিংহের কোতোয়ালি থানার মৃত মোতালেবের হোসেনের মেয়ে। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ঢাকার ওয়ারী এলাকায় বসবাস করতো। খবর পেয়ে বিকেলে নিহতের স্বজনরা শ্রীনগর থানায় এসে মরদেহটি শাহিদার বলো সনাক্ত করেছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নিহতের মায়ের অভিযোগ, তুহিন নামের এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে ছিলো শাহিদার। কলহের জের ধরে তৌহিদ তাকে হত্যা করতে পারে। শাহেদার মা জরিনা বেগম বলেন, তৌহিদ নামে এক মাদক ব্যবসায়ী শাহিদাকর প্রায় বিরক্ত করতো। তাকে ডেকে ডেকে নিতো। এটা নিয়ে প্রায় ঝামেলা হতো। এবারো তৌহিদের সাথে বের হয় শাহিদা। তুহিনের মা ১০লাখ টাকা যৌতুকে আমার মেয়ের সাথে বিয়ের কথা বলেছিলো, আমি আরেক বাড়িতে কাজ করি আমি এতো টাকা পাবো কই। তৌহিদ আমার মেয়েকে মেরেছে। আমি এর বিচার চাই।

এর আগে শনিবার সকাল ৮টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সড়কে শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান, বায়োমেট্রিকের চেষ্টা করে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি পরে সুরতহালের সময় নিহতের কাছ থেকে মোবাইল ফোন পাওয়া যায়। ফোনে থাকা ছবি ও সিমকার্ডের তথ্যের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পরে পরিবারকে জানানো হলে স্বজনরা থানায় পৌছে মরদেহ সনাক্ত করে।
তিনি আরো বলেন, এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতকে গ্রেফতার ও হত্যার মোটিভ উদ্ঘাটনে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com