আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি ) বিকেলে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা যুবদল এর কার্যালয়ে এই আয়োজন করা হয় ।
উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম শান্ত এর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সভাপতি প্রভাষক মোহাম্মদ রাজিমুল ইসলাম ও যুন্ম আহবায়ক মোহাম্মদ শাহাদাত হোসেন সোহাগ মোল্লা বক্তব্য রাখেন।
এসময় উপজেলা যুবদলের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।