আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন
এইচ এম বাবলু বাউফল :
বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাউফল উপজেলা ইমাম পরিষদ। ভারতে বাংলাদেশী দূতাবাসে হামলা, মুসলিম হত্যা ও ইসকন নিষিদ্ধের দাবিতে আজ (৬ ডিসেম্বর) জুমাবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের গোলবাড়িস্থ শাহি মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মসজিদের ইমাম অধ্যাক্ষ মাওলানা মোঃ হাবিবুল্লাহ, শাহি মসজিদের ইমাম আলহাজ্ব আব্দুর রহমান, সাবরেজিস্ট্রি অফিসের ইমাম নজরুল ইসলাম, বাউফল সরকারী কলেজ জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা শাহজাহান প্রমূখ
এসময় বক্তারা বলেন, চট্রগ্রামে ইসকনের সদস্যরা এ্যাডভোকেট আরিফুর রহমানকে হত্যা করেছে। তারা চিটাগাংকে স্বাধীনতা ঘোষনা করে ভারতের অংশ করতে চায়। তাদের আগ্রাসান এখানেই শেষ নয়। তারা বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতনের ধুয়া তুলে ভারতে বাংলাদেশী দূতাবাসে হামলা চালিয়ে ভাংচুর করেছে, জাতীয় পতাকার অভমাননা করেছে। ওই সময় মোদি সরকারের পুলিশ বাহিনী নিরব ছিল। সম্প্রতি ভারতের হিন্দুরা তিনজন মুসলিমকে হত্যা করেছে। তারা বাবরী মসজিদ ভেঙ্গে রাম মন্দির নির্মাণ করেছে। শুধু তাই নয় তারা এখন সুফি সাদক খাঁজা মাইনউদ্দিন চিশতির দরগায় পর্যন্ত হাত উত্তোলনের সাহস দেখিয়েছে।
বক্তারা বিদেশী কুটনৈতিক ও সাংবাদিকদের বাংলাদেশে কোথায় কোন জায়গায় হিন্দু নির্যাতন করা হয়েছে তাদের ধর্মীয় স্থাপনা ভাংচুর করা হয়েছে তা সরেজমিন দেখার আহবান জানিয়েছেন। বক্তারা বলেন, ইস্কন নেতা চিম্ময় একজন দেশদ্রোহী। বাংলাদেশের পতাকার অবমাননা করেছেন। এ অরাধে আইনশৃঙ্গলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। এটা নিয়ে মিডিয়া অপপ্রচার চালিয়ে বিদেশীদের কাছে বাংলাদেশের ভাবমূর্তী বিনষ্টের চেষ্টা করছে। আমরা মুসলিমরা বীরের জাতি। তাই যে কোন হামলা প্রতিহত করতে প্রয়োজনে আমরা শহীদ হয়ে যাবো। একই সঙ্গে ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উসকানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানান তারা।