আজ বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

Logo
বোয়ালমারীতে তীব্র শীতে কম্বল পেল শতাধিক শীতার্ত 

বোয়ালমারীতে তীব্র শীতে কম্বল পেল শতাধিক শীতার্ত 

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

গত কয়েকদিন ধরে বয়ে যাওয়া শৈত্য প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার নিম্ন আয়ের মানুষ। এসব নিম্ন আয়ের শীতার্ত, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলায় মানবতার ফেরিওয়ালা খ্যাত সুমন রাফি। গত কয়েকদিন যাবত নিজস্ব অর্থায়নে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন এলাকায় রক্তযোদ্ধা হিসেবে পরিচিত সুমন রাফি।

  শীতবস্ত্র গ্রহণকারীদের মধ্যে পৌরসভার দক্ষিণ কামারগ্রামের মহসিন বিশ্বাস নামের এক অসহায় ষাটোর্ধ্ব বৃদ্ধ বলেন, শীতে খুব কষ্ট পাইছি। অনেক শীত ৫/৬ দিন ধরে। সুমন রাফি একটা কম্বল দিছে। কম্বল পেয়ে অনেক খুশি আমি।

শীতবস্ত্র বিতরণকালে সুমন রাফি বলেন, তীব্র শীতে আমি নিজ তহবিল থেকে কম্বল কিনে শতাধিক অসহায়, নিম্ন আয়ের শীতার্ত মানুষকে কম্বল উপহার দিয়েছি। গোটা শীত মৌসুমে আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, সুমন রাফি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌর সদরের ছোলনা গ্রামের বাসিন্দা। ২০০৯ সালে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। শিক্ষাজীবন শেষে চাকরি না করে ব্যবসা ও মানবসেবামূলক কাজ করে আসছেন। সমাজের অসহায়, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য, বস্ত্র, চিকিৎসার ব্যবস্থা করে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে বিভিন্নভাবে উপকৃত করেছেন। যেকারণে তিনি এলাকায় মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাত। অপরদিকে প্রায় ৬ হাজার মুমূর্ষু রোগীর রক্তের ব্যবস্থা করে দিয়েছেন। সেকারণে রক্তযোদ্ধা হিসেবেও এলাকায় তিনি বেশ পরিচিত।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com