আজ শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

Logo
News Headline :
যুদ্ধ হয়নি শেষ” শিরোনামে দেশের গানের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত জিন্নাত আলী মালকর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত মহিপুরে ৩০ শে ডিসেম্বর বিশাল গনসংবার্ধনা ও জনসভা উপলক্ষে বিএনপি’র ও অঙ্গ সংগঠনের লিফটের বিতরন কর্মসূচি। হবিগঞ্জ গ‍্যসা ফিল্ডে যান্ত্রিক ত্রুটির কারণে মৌলভীবাজারে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ ডিবি পুলিশের উপস্হিতি বুঝতে পেরে গ্রেফতার এড়াতে পালালেন কনকপুর ইউপি চেয়ারম্যান রুবেল লংগদুতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত” সিরাজগঞ্জে দূর্ঘটনা এড়াতে মহাসড়কে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা  তজুমদ্দিনে সমন্বিত স্থানীয় জলবায়ু বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা ও পুনর্বাসন প্রক্রিয়া শক্তিশালীকরণ সেমিনার অনুষ্ঠিত  বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস প্রায় ৬ মাস ধরে বন্ধ। আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে পিরোজপুরে বিসিএস শিক্ষকদের মানববন্ধন
বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষের ঘটনায় রাজশাহী মহানগর ছাত্রদলের সাংবাদিক সম্মেলন

বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষের ঘটনায় রাজশাহী মহানগর ছাত্রদলের সাংবাদিক সম্মেলন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি গঠনকে কেন্দ্র করে রাজশাহীতে নিজেদের মধ্যে দুইটি গ্রুপ বিরোধে জড়ায়। তার মধ্যে একজন ভূয়া সমন্বয়ক দাবী করাই তাকে গণপিটুনি দেয়ার ঘটনা ঘটে।বৃহস্পতিবার নগরীর সিএন্ডবির মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সংঘর্ষের ঘটনায় সাংবাদিক সম্মেলন করেছে রাজশাহী মহানগর ছাত্রদল। শুক্রবার বেলা ১১টায় নগরীর বড়কুঠি কফিবারে রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উত্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, সুলতান আহমেদ রাহি ছাত্রদলের আহ্বায়ক, আদিউল ইসলাম সজিব-যুগ্ম-সম্পাদক ছাত্রদল, খালিদ বিন ওয়ালিদ (আবির) আহ্বায়ক, রাজশাহী কলেজ ছাত্রদল, আহমেদ রায়হান সদস্য সচিব বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রদল, মাহমুদুল হাসান লিমন সদস্য সচিব নিউ ডিগ্রি কলেজ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি বলেন, জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কে কেউ কেউ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার নিমিত্তে ভুয়া সমন্বয়ক সেজে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করছি পতিত স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত, ছাত্র সংগঠন নামের কলঙ্ক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এর সক্রিয় নেতাকর্মীরা খোলস পাল্টে সমন্বয়ক হিসেবে আবির্ভূত হয়ে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। এরই ধারাবাহিকতায়, ০৫ আগস্ট পরবর্তী সময় হতে জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা নিজেকে সমন্বয়ক হিসেবে দাবি করে রাজশাহী কলেজসহ রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সে নিজেকে সমন্বয়ক হিসেবে দাবি করলেও, স্পষ্টত সে জাসদ ছাত্রলীগের সক্রিয় নেতা। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যতীত রাজশাহী জেলা ও মহানগরে কোন সমন্বয়ক কমিটি নেই।

তিনি আরও বলেন,আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি গঠনকে কেন্দ্র করে রাজশাহীতে নিজেদের মধ্যে দুইটি গ্রুপ বিরোধে জড়ায়। একপর্যায়ে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। সে ঘটনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থসিদ্ধির লক্ষ্যে চিহ্নিত জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী কলেজ শাখার নেতাকর্মীদের নামে মিথ্যা ও ভিত্তিহীন কুৎসা রটনা করেন, যা বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়। অথচ অত্যন্ত দুঃখের বিষয় উক্ত ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল, রাজশাহী কলেজ শাখার কোন নেতাকর্মী সম্পৃক্ত নয়।

ছাত্রদলের সুনাম ও ঐতিহ্যে ঈর্ষান্বিত হয়ে জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা কে দিয়ে এহেন ঘৃণ্য ও নেক্কারজনক ঘটনায় ছাত্রদলকে জড়ানো হয়।
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আন্দোলনে রাজশাহীতে অংশগ্রহণকারী আব্দুর রহিম এর গণমাধ্যমে দেওয়া ভাষ্যমতে তিনি বলেন “আজ একটা গ্রুপ একজন ভুয়া সমন্বয়ক এনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি করার চেষ্টা করছিল। ওই ভুয়া কেন্দ্রীয় সমন্বয়ক এর বাড়ি রাজশাহী। সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সাধারণ শিক্ষার্থীরা ওই ভুয়া সমন্বয়ককে গণপিটুনি দিয়ে তাড়িয়ে দেয়। উক্ত ঘটনার জের ধরেই জাসদ ছাত্রলীগের নেতা সোহেল রানার উপরে কে বা কাহারা হামলা করেছে। এ থেকে স্পষ্ট প্রমাণ হয় যে জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানার উপর হামলার ঘটনায় রাজশাহী কলেজ ছাত্রদলের কোন ধরনের সম্পৃক্ততা নাই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ঘোষিত সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে, এ ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষায় ছাত্রদল জিরো টলারেন্স নীতি অনুসরন করছে।

রাজশাহী মহানগর ছাত্রদলকে সুসংগঠিত ও কলঙ্কমুক্ত রাখতে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com