আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার
মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের যথাযথ বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া,সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান,পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু প্রমুখ ।