আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

Logo
বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান 

বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান 

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার 

মৌলভীবাজার ইসলামীক সোসাইটি কতৃক পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ মোস্তফা একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়।

মঙ্গলবার  (৩১ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

একাডেমির প্রিন্সিপাল মু. ইয়ামীর আলীর সভাপতিত্বে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড.অধ্যক্ষ আবু ইউসুফ মো: শেরউজ্জামান, অধ্যক্ষ মৌলভীবাজার সরকারী মহিলা কলেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ সাবেক অধ্যক্ষ মৌলভীবাজার সরকারী মহিলা কলেজ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র আইনজীবি ও সাংবাদিক মুজিবুর রহমান মুজিব এডভোকেট, মৌলভীবাজার ইম্পিরিয়েল কলেজের প্রিন্সিপাল প্রফেসর মামুনুর রশীদ, মৌলভীবাজার ইসলামীক সোসাইটির চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, শাহ আব্দুল ওয়াদুদ মৌলভীবাজার সরকারী কলেজ, ফয়েজ আহমদ সাবেক সাবেক ভাইস প্রিন্সিপাল মৌলভীবাজার সরকারী কলেজ। বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী শিক্ষক ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে বক্তব্য রাখেন একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আলাউদ্দিন শাহ, বিশিষ্ট ছড়াকার আবদাল মাহবুব কোরেশী, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব দেওয়ান পারওয়াজ আহমদ চৌধুরী, মাসিক সুরজাহান সম্পাদক শাহ মোহাম্মদ মাসুক ও অভিভাবক তাসলিমা বেগম প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ করেন কবি সুফি চৌধুরী ইসলামী সঙ্গীত পরিবেশন করে সামিউল আলিম শাহী, তানিশা জান্নাত, আহসান ইব্রাহীম জিদান, হালিমাতুস সাদিয়া সায়মা,সিরাজাম মুনিরা ও ইউসুফ ইব্রাহিম জিয়াদ প্রমুখ ।

অর্থসহ সূরাতুল ফাতেহা তেলাওয়াত করেন মোঃ আব্দুল হাদী আমিন। প্রতিষ্ঠানে সর্বোচ্চ উপস্থিতি ক্রেস্ট, বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার,প্রতি ক্লাসে এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পুরষ্কার ও শ্রেষ্ঠ শিক্ষক ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমির সিনিয়র শিক্ষক ইনামুল হক ইমন। বৎসরের শেষ দিবসে মনোমুগ্ধকর পুরো অনুষ্ঠানটি বরেণ্য শিক্ষাবিদদের মিলন মেলায় পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com