আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন
এইচ এম বাবলু বাউফল প্রতিনিধি:
বাউফলে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষীকী পালিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাউফলে আনন্দ রেলী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় রেলীটি বাউফল পৌর শহরের গোলাবাড়ি থেকে উপজেলা পরিষদ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাউফল পাবলিক মাঠের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ মিজানুর রহমান লিটু সহ হাজারো লোকের অংশগ্রহনের মাধ্যমে এ রেলী ও পথসভা অনুষ্ঠিত হয়।বাউফল উপজেলা কৃষক দলের আয়োজনে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মিজানুর রহমান লিটু।
এসময়ে বক্তব্য রাখেন বাউফল উপজেলা কৃষক দলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম ফয়সাল, সদস্য সচিব মোঃ সোহেল আকন,মোঃ বসির কাজী ও মোঃ দিদার হোসেন প্রমুখ। এতে আরও
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ।