আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
সাগর হোসাইন, বদলগাছীঃ
নওগাঁর বদলগাছীতে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে এক গরীর-অসহায় ব্যক্তির নিকট থেকে ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা পরিচয় দানকারী একজনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলা কোলা ইউপির কেশাইল গ্রামে। ভুক্তভোগী তসলিম উদ্দিন (৬৩) কেশাইল গ্রামের মৃত নিলচাঁদের ছেলে।
তসলিম উদ্দিন ও তার স্ত্রী বলেন, আমি গরীব মানুষ দিন আনি দিন খায়, আমার বেড়ার বাড়িতে খুব অসহায় দিনযাপন করি, ৩ মাস আগে একদিন আমি হাটত থেকে বাড়িতে যাওয়ার সময় রাস্তায় আমার গ্রামের সুহেল এবং সাবুর সঙ্গে ভালো-মন্দ কথা বলার একপর্যায়ে আমাকে একটি সরকারি ঘর দেওয়া কথা বলে এবং ঘরের জন্য ৩৫ হাজার দেওয়া লাগবে বলে। আমি বাড়িতে এসে পরিবারের সাথে আলোচনা করে ধার দেনা করে সুহেলকে আমার বাড়ির সামনে ২৫ হাজার টাকা দেয়। কিন্তু ৩ মাস পার হলেও এখনো তারা কোন ঘর দিতে পারেনি। আমি টাকা ফেরত চাইলে তারা বড় বড় নেতার কথা বলে তালবাহানা করে।
এ বিষয়ে জানতে চাইলে সুহেল বলেন, আমি টাকা নিয়েছি, কিন্তু ঐ টাকা অন্য কাজের জন্য, দুই একদিনের মধ্যে আমি টাকা ফেরত দিব, অন্য কাজের জন্য টাকা নিলে আবার ফেরত দিবেন কেন জিজ্ঞেস করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
অভিযুক্ত দ্বিতীয় ব্যক্তি সফিউল ইসলাম সাবুর সাথে কথা বললে তিনি টাকা নেওয়ার বিষয় এরিয়ে যান এবং বলেন আমি কিছু জানিনা।
একই এলাকার তহরিমা বেগম বলেন, তারা আমার কাছে থেকেও টাকা নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোন ঘর পাইনি এবং টাকা ফেরত দেয়নি।
সরেজমিনে তথ্যঅনুসন্ধানে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, সোহেল এবং সাবু এ রকম কথা বলে আরো অনেকের কাছেই টাকা নিয়েছে, মূলত তারা বিভিন্ন ক্ষমতার প্রভাব দেখিয়ে এবং তাদের হাতে অনেক বড় বড় লোক রয়েছে বলে এই কাজগুলো করে। আমরা এর একটা সঠিক বিচার চাই।