আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার , আব্দুস সালাম মোল্লা
ফরিদপুর সদরে গোয়ালচামট আল-ফাতাহ মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির আব্দুর রব সেকের ছেলে আমির হোসেন মাসুদ সহ ১১ জন মিলে আল-ফাতাহ মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি এনজিও খুলে ঋণ প্রদান লেনদেন করে এর মধ্য আব্দুর রব সেকের ছেলে আমির হোসেন মাসুদঅপর শেয়ারহোল্ডার একই এলাকার মৃত আব্দুলকের ছেলের অতিরিক্ত দু চারটি করে ব্ল্যাংচেকের পাতার নিয়ে ব্ল্যাংক চেকে স্থলে টাকার অংক বসিয়ে অতিরিক্ত অর্থের দাবীতে চেকডিজওনার মামলা করে গ্রাহকদের হয়রানি করছে।
জানা গেছে, ফরিদপুরে গোয়ালচামট আল-ফাতাহ মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির আব্দুর রব সেকের ছেলে আমির হোসেন মাসুদ সহ ১১ জন মিলে আল-ফাতাহ মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি এনজিও খুলে ঋণ প্রদান লেনদেন করে এর মধ্য আব্দুর রব সেকের ছেলে আমির হোসেন মাসুদ এলাকার মৃত্যু আব্দুল খালেক এর ছেলে আব্দুস সামাদ তালুকদার কাছ থেকে ৪-৫টি ব্ল্যাংক চেকের পাতার সই নিয়ে রাখে বাড়ির দলিল ও দোকানের দলিলের মাধ্যমে সেই চেকের থেকে অতিরিক্ত দু চারটি করে ব্ল্যাংচেকের পাতার নিয়ে রাখে।
৭ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে। সেইঋণের টাকা৮ ই ফেব্রুয়ারি ২০১২ইং ৬ লক্ষ টাকা পরিশোধ করে।বাকি এক লক্ষ ২২হাজার টাকা মালিকানা হতে কর্তন করতে ১১জন শেয়ারহোল্ডারে একজন আব্দুস সামাদ তালুকদার বাকি দশজন হোল্ডার দিয়ে অনুরোধ করে।তিন বছর পর গোয়ালচামট শ্রীঅঙ্গন মৃত্যুর শেখ আব্দুল খালেকের ছেলে আব্দুস সামাদ তালুকদার রোড এক্সিডেন্ট অসুস্থ হলে আব্দুর রব সেকের ছেলে আমির হোসেন মাসুদ ৩ লক্ষ টাকা দাবি করে হুমকি প্রদান করে। সেই বাকিএক লক্ষ ২২ হাজার টাকা পরিশোধের জন্য সামাজিকভাবে মধ্যস্থতা হয়।সেই মধ্যস্থতা অগ্রাহ্য করে রব সেকের ছেলে আমির হোসেন মাসুদ শ্রীঅঙ্গন মৃত্যুর শেখ আব্দুল খালেকের ছেলে আব্দুস সামাদ তালুকদার শেয়ার হোল্ডার অতিরিক্ত দু চারটি করে ব্ল্যাংচেকের পাতার সহিতে নিয়ে রাখার হয়রানি মুলক ২৩৯/২০২০নং মহামান্য আদালতে একটি চেক ডিজওনারে ব্ল্যাংক চেকে পাতায় পাঁচলক্ষ টাকা বসিয়ে চেকডিজওনার মামলা দায়ের করে হয়রানি করছে।
এলাকার বাসিও সুশীল সমাজ মধ্যস্থতা নির্ধারিত অর্থ প্রদানসাপেক্ষে চেক ডিজঅনার মামলা হতে অব্যাহতি প্রদানে আদালত মঞ্জুরের নির্দেশ প্রদানের জন্য ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে ন্যায়বিচারের দাবিতে আবেদন করছে।