আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন
আব্দুস সালাম মোল্লা ফরিদপু প্রতিনিধি :-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা ও সমন্বয় মিটিং মিটিং ২৮ শে নভেম্বর সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
আইন শৃঙ্খলা ও সমন্বয় মিটিংএ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম।
আইনশৃঙ্খলা মিটিংয়ে উপস্থিত চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল গাফফার,চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দেবাশীষ পাকুরিয়া।
সভায় উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্যানের মধ্যে বক্তব্য দেন গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, হরিরামপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বেপারী, ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজামান মৃধা, চরভদ্রাসন হাট বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আলমগীর হোসেন মোল্লা। বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর প্রধান গন উপস্থিত ছিলেন। বক্তারা মাদক নিয়ে ব্যাপক আলোচনা করেন।