আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন
ফরিদপুর স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা:-
ফরিদপুরের চরভদ্রাসনে হরিরামপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু আনলোডিং প্রভাব নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৩ জন গুরুতর জখম হয়েছেন। আহত ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন রয়েছে।
বুধবার ৬ নভেম্বর সাড়ে ৫টায় মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার চর-হরিরামপুর ইউনিয়নের আরজখাঁর ডাঙ্গী গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য সালাম ফকিরের বাড়ির কাছে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। গুরুতর আহত তিনজন হলেন,চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের চর সুলতানপুর গ্রামের দোপাডাঙ্গী এলাকার বাসিন্দা ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিশাদ বেগ (৩৫) ও তার ভাই মজিবর বেগ (৫০) এবং তাদের ভাতিজা শোয়েব বেগ (২৪)। আহতদের প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে এক পক্ষের নেতৃত্ব দেন চর-হরিরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কে এম ওবায়দুল বারী ওরফে দীপু খাঁ । অপর পক্ষের নেতৃত্ব দেন গাজীরটেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রিশাদ বেগ। এ নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
ওবায়দুর বারী দিপু খাঁ, বালু রাখার জন্য এমপি ডাঙ্গী গ্রামের আওয়াল মুন্সীর কাছ থেকে আওয়াল মুন্সীর মালিকানাধীন পদ্মা নদীর পাড়ে এক একর জায়গা ভাড়া নেন। মঙ্গলবার ইউপি সদস্য রিশাদ বেগ তার ভাই মজিবর বেগ ও ভাতিজা শোয়েব বেগ ভাড়া নেওয়া জায়গায় খনন যন্ত্র নিয়ে বালু রাখার জন্য আইল করতে যান। এ সময় চরভদ্রাসন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ওবায়দুর বারী দিপু খাঁর সমর্থকদের জমির মালিকের সাথে লাউড স্পিকার ফোন দিলেও শুনেনি। পরে এলাকার কিছু যুবক দেশীয়
দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে তাদের ৩ জনকে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে চরভদ্রাসন প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের গুরুতর অবস্থা দেখে সাথে সাথেই, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করেন।
রিশাদ বেগের ভাই মুরাদ বেগ বলেন, ওই জমির মালিক আওয়াল মুন্সী বিদেশে থাকেন। তিনি ওই জায়গায় আমার ভাই রিশাদকে ভাড়া দেন। গতকাল ওই জমিতে কাজ করতে গেলে কিছু যুকক রাম দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
কে এম ওবায়দুল বারী দিপু খাঁ বলেন, আমি আওয়াল মুন্সীর কাছ থেকে জমি ভাড়া নেই। একদল লোক জমিটি জোড় করে দখল করতে আসে। এ সময় প্রথমে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। আমি আহতদের রক্ষার চেষ্টা করে ব্যর্থ হই। আমি কিছু বুঝে ওঠার আগেই এসব ঘটনা ঘটে গেছে।তিনি আরও জানা,আলী প্রমানিকে দখল নিতে আসা গ্রপটি ধাক্কা দেয়। এবংজমির মালিক আওয়াল মুন্সীর লাউডস্পিকারে ফোনে জানায়, জমি দিপুখাকে ভাড়া দিয়েছেন। জবর দখলকারী দল কোন কিছু তোয়াক্কা না করায় এদুই গ্রুপের সংঘর্ষ ঘটে।
বিএনপির সভাপতি শাহাজাহান সিকদার জানান, দিপু আমাকে কিছু জানিয়েছে, তিনিআরও জানান এ দায়ভার বিএনপি নিবেনা। রিশাদবেগ একজন বেয়াদপ এবংদলের দূদিনে নিক্সন পন্থীদের সাথে হাত মিলে কাজ করেছে।
হাজীগঞ্জের বাজারে আরো কয়েকজন জানিয়েছে ওই জায়গাটি দিপু খান পূর্বে থেকে ভাড়া নিয়েছে। নাম প্রকাশ না করা শতে’জানান, রিসাদ বেগ নিক্সন পন্থী কিছু নেতাদের নিয়ে বালি উত্তোলনের সাথে জড়িত রয়েছে বলে জানিয়েছেন।
চরভদ্রাসন থানায় অফিসার্স ইনচার্জ আব্দুল গফফার, পুলিশি বান্ধব কাজ করে যাচ্ছেন। চরভদ্রাসনে দু চারটি অপ্রীতিকর ঘটনায় তিনি তার পুলিশি ভূমিকার বাহিরে মানবিক মূল্যবোধের প্রতি কাজ করে চলেছে। থানায় অভিযোগের ধার ধারে নি তাৎক্ষণিক পুলিশ ঘটনার স্পটে উপস্থিত হইতে দেখা গেছে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফফার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ওই জায়গাটি নিয়ে অস্ত্রের মহড়া চলছে স্থানীয় কিছু লোক জানিয়েছে । বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে।
নাম প্রকাশ না করার শর্তে, কয়েকজন বালু ব্যবসায় জানিয়েছে,উপজেলা প্রশাসন ইউএনও লক্ষ লক্ষ টাকায় বালু ব্যবসায়ীর আপলোডিংসুযোগ করে দিয়েছেন। চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম কে একাধিক বার ফোন দিলে ফোন রিসিভ না করে বক্তার বক্তব্য নেওয়া যায়নি।
বালি আপলোডিং নিয়ে জেলা প্রশাসকের নিকট অভিযোগ তুলেন চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান। তার কার্যালয় জেলা প্রশাসক পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতি দিয়ে এ কথা তুলে ধরেন।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আঃ গফফার জানান, আইন-শৃঙ্খলা বিঘনকারীদের কঠোর হস্তে দমন করা হবে। পুলিশ শিফট ওয়ারি নজরদারিতে রয়েছে। কাউকে আইন-শৃঙ্খলা অবনতি করতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন।