আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা
ফরিদপুর জেলা চরভদ্রাসন উপজেলায়প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধওবেগম রোকেয়া দিবসপালিত হয়। চরভদ্রাসন উপজেলায়প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধওবেগমদিবস পালন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সরকারি কমিশনার ভূমি নিশাত ফারাবী, সভায় সঞ্চালনা করেন। মহিলা বিষয় কর্মকর্তা শারমিন আক্তার।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম।
এ উপলক্ষে আলোচনা সভা,জয়িতা অন্বেষণ বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায়৫টি ক্যাটাগরিতে পাঁচ জন নারী তাদের সাফল্য অর্জন করায় ৫ জন সাফল্য নারীকে তাদের সাফল্য গাথার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। তাদের সাফল্য স্মৃতির পাতার পটভূমি উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা সাংবাদিক সুশীল সমাজে নিকট তুলে ধরে।
পাঁচটি ক্যাটাগরি( ১)অর্থনীতি ভাবে সাফল্য অর্জন কারী,শোভারানী সরকার,( ২)শিক্ষা চাকরি সাফল্য অর্জনকারী খান মাহবুবা, শিক্ষকতায়কর্মরত আছেন। (৩)সফল জননী নারী অর্জনকারী, হাজীগঞ্জে রানি ঘোষ,তার করুণ জীবনের ছেলে কি মানুষের মত মানুষ করে সহকারি জজ বানিয়েছেন।
(৪)নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেছে যে নারী, রেহেনা আক্তার, তার জীবনে করুন কাহিনী শুনে স্বাগত সুশীল সমাজ প্রশাসন স্তব্ধ ( ৫)সমাজ উন্নয়নের জীবন গড়েছেন, চর ঝাউকান্দায় ইউপি সদস্য লাইলী বেগম এই পাঁচজন মহিলাকে প্রশাসন সহ সকল আগত লোকজনকে অভিবাদন জানিয়েছে।
বক্তব্য রাখেন, চরভদ্রাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা শিরিন সুলতানা, সাংবাদিক গন,বীর মুক্তিযোদ্ধা, চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু,অফিসার ইনচার্জ আব্দুল গাফফার, সহকারী কমিশনার ভূমি নিশাত ফারাবী, চর ভদ্রাশন সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর নিখিল রঞ্জন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম।