আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তারের দূর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় পিরোজপুর সোনালী ব্যাংকের সম্মুখে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পিরোজপুরের সাধারণ ঠিকাদার ও সচেতন নাগরিক মহল।
তারা অভিযোগ করেন, আওয়ামী সরকারের ১৭ বছরে লাগামহীন দুর্নীতির আখড়া হিসেবে পরিচিত ছিলো পিরোজপুর এলজিইডি ভবন। ততকালীন সময় পিরোজপুর এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তারের সহযোগিতায় একদল অসাধু ঠিকাদার চক্র উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। এরা ৮০% রাস্তা, ব্রিজ ও কালভার্টের কাজ অসমাপ্ত রেখে বিল উঠিয়ে নিয়েছে। আর এই ঠিকাদার চক্রের লুটপাটের মূল নায়ক ছিলেন পিরোজপুর ০২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহারাজ ও তার ভাই ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম।
তারা আরও অভিযোগ করেন, অনেক কাজ বছরের পর বছর পরে আছে এবং একারণে ওই সব এলাকায় জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
এসময়ে বক্তব্য প্রদান করেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, জেলা কৃষক দলের সভাপতি নাছির আহম্মেদ বাচ্চু , পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তনজিদ রশিদ বাপ্পি, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক মো. হাবিব খান, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজান শেখ, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম ফেরদৌস প্রমুখ।
বক্তারা পিরোজপুর এলজিইডি’র দুর্নীতির শ্বেত পত্র প্রকাশ করে লুটপাটকারীদের বিচারের দাবি জানান। এছাড়াও আগামী ১০ দিনের মধ্যে এলজিইডি কর্তৃপক্ষকে গণশুনানির আল্টিমেটাম দেন অন্যথায় পিরোজপুরবাসীকে সাথে নিয়ে এলজিডি ভবনে অবস্থান কর্মসূচি, অনশন ও মানববন্ধনের ঘোষণা দেন।