আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন
পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়া থানা এলাকায় ডাকাতির প্রস্তুতির সময়ে ভুয়া র্যাব সদস্যদের আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের।
আটকরা হলেন- আন্তঃজেলা ডাকাত চক্রের পেশাদার সদস্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. জালাল উদ্দিন খান (৪০), সিআইডির চাকুরিচ্যুত মো. শেখ ফরিদ (৩২) ও ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খালিশপুর ইউনিয়নের মো. শাফিকুল ইসলামের ছেলে মো. শিপন আলী সোহেল (৩৫)।
পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের জানান, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মোট ১১টি মামলা বিচারাধীন আছে। উল্লিখিত ঘটনার প্রেক্ষিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ডাকাত বাহিনীর মূলহোতাসহ অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।