আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে ঘুষ ও দুর্নীতি মুক্ত পরিবেশে পুলিশ কনস্টবল পদে চাকরির সুযোগ পেয়েছে ৩২ জন। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭.০০ টায় পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব খান মুহাম্মদ আবু নাসের ও সভাপতি টিআরসি নিয়োগ বোর্ড সেপ্টেম্বর ২০২৪ পুলিশ কনস্টবল রিক্রুটমেন্ট ২০২৪ এর ফলাফল প্রকাশ করেন। পুলিশ কনস্টেবল পদে ৩২ জনে চাকুরীর সুযোগ পেয়েছে। যার মধ্যে ৩ জন নারী সদস্য ও ১ জন মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে।
শতভাগ স্বচ্ছতা, দূর্নীতিমুক্ত ও ঘুষমুক্ত পরিবেশে পরীক্ষার্থারা উত্তীর্ন হয়েছেন মর্মে জানান পুলিশ সুপার। নিয়োগ কমিটির সদস্যরা নির্বাচিত কনস্টবলদের ফুল ও মিষ্টিমুখ করে বরণ করে নেওয়া হয়। উত্তীর্ন কনস্টবলরা অভিব্যক্তি প্রকাশ করার সময় খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, মাত্র ১২০ টাকায় চাকুরী পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার সহ নিয়োগ কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিয়োগ কমিটির অন্য সদস্যরা হলেন মো. মাছুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, বরিশাল রেঞ্জ কার্যালয় এবং মোসা. শারমিন সুলতানা রাখী, অতিরিক্ত পুলিশ সুপার, গৌরনদী সার্কেল, বরিশাল।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন সহ পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।