আজ মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে মহিলা কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ই জানুয়ারি) সকালে পিরোজপুর সরকারি মহিলা কলেজ মাঠে উক্ত সম্বর্ধনা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক।
প্রধান অতিথি নাজিমুল হক বলেন, পিরোজপুরের সন্তান হিসেবে এই কলেজের উন্নয়নের জন্য যা কিছু করা দরকার সবকিছুই তিনি করবেন। তিনি আরও বলেন, আমার অফিস ও ব্যক্তিগত নম্বর আপনাদেরকে দিয়ে যাচ্ছি। যেকোনো সমস্যায় আমাকে আপনাদের কাছে পাবেন।
এ সময় আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী, পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামি পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এম এ কালাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে দুপুরে মধ্যাহ্নভোজ ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।