আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
“নারী -কন্যার সুরক্ষা করি সহিংসতামূলক বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উদ্দীপন শিশু ও যুব ক্লাব পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ২০২৪ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উদ্দীপন নিজস্ব কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্দীপন পিরোজপুর আঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. কাইয়ুম হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্দীপনের পিরোজপুরের জোনাল ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, উদ্দীপনের সিনিয়র প্রশিক্ষক নাজমা বেগম, কবি আহসান হাবিব।
সানজিদা আফরিন সাফার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদ্দীপন সামাজিক প্রকল্প অফিসার অমিত বিশ্বাস।
এছাড়াও বক্তব্য রাখেন ক্লাব সদস্যদের পক্ষে শিশু ও যুব সদস্য হালিমা তুজ সাদিয়া ও মারিয়া আক্তার মিম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সহায়ক বিজলী হালদার সহ আমন্ত্রিত অতিথি, অভিভাবক সদস্য, উদ্দীপন শিশু ও যুব ক্লাবের সদস্যবৃন্দরা।
এ সময় বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ সফল করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে এবং নারী ও শিশু অধিকার বাস্তবায়নে আইনের সঠিক প্রয়োগ এবং সমাজের সকল শ্রেণির নাগরিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে হবে এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে কিংবা আশংকা দেখা দিলে সহায়তার জন্য সরকারি হটলাইন ১০৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন তাঁরা বলেন পরিবার সমাজ এবং কর্মক্ষেত্রে যখন নারীর প্রতি সহিংসতা, নির্যাতন এবং ইভটিজিং বন্ধ হবে ঠিক তখনই নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন সফল হবে।