আজ বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন

Logo
News Headline :
মাদ্রাসার সরকারি বই বিক্রির সময় স্থানীয়দের হাতে জব্দ  স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণে অনিয়মের অভিযোগে প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা মঠবাড়িয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান রোদে পুড়ে যাওয়া ত্বকের যত্ন বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল শেখ হাসিনার দেশত্যাগ: রুমিন ফারহানা ১ মে ঢাকায় বিএনপির ‘বিশাল’ সমাবেশ তাফসির মাহফিল নিয়ে বিএনপির দু’পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ : ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়কের পদ স্থগিত পিরোজপুরে একরাতে সিঁধ কেটে ৫ বাড়িতে চুরি ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় ৭ শিক্ষার্থীকে আটক পবিপ্রবি-তে দূর্যোগ পূর্ব প্রস্তুতি সম্পর্কিত যুব নেতৃত্বে সহযোগিতামূলক কর্মশালা অনুষ্ঠিত।
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালন

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালন

পিরোজপুর প্রতিনিধি

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা ; গড়বে আগামীর শুদ্ধতা’  এই পতিপাদ্য নিয়ে পিরোজপুরে সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, দুদকের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি মুনিরুজ্জামান নাসিম, সনাকের সভাপতি এম এ রব্বানী ফিরোজ, শিক্ষাবিদ অধ্যাপক শেখ সাইদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, কলেজ শিক্ষক তারিকুল ইসলাম, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর জহিরুল কাইউম প্রমুখ।

সকালে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, দুদকের উপ পরিচালক মো. আমিনুল ইসলাম ও দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) জেলা সভাপতি মুনিরুজ্জামান নাসিম।

জেলা প্রশাসন ও দুদকের উদ্যোগে আয়োজিত দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, দুদকের কর্মকর্তা-কর্মচারী, দুপ্রকের সদস্য, টিআইবি ও সনাকের সদস্য, ইয়েস স্বেচ্ছাসেবক, বিএনসিসি, রোভার স্কাউট, স্কাউটসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com