আজ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

Logo
News Headline :
দখলকৃত সব নদী-খাল ভূমিদূস্যদের কাছ থেকে উদ্ধারের দাবি রাইট টক বাংলাদেশের মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার মৌলভীবাজারে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল খুবির ভর্তি পরীক্ষায় সুপেয় পানির জন্য “ মুগ্ধ পানি কর্ণার” ২৬ বিশ্বকাপে খেলার ব্যাপারে যা বললেন মেসি গরমে প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবতে
পত্নীতলায় ইউপি সদস্যের অনুমোদিত অনুপস্থিতিতে নতুন প্যানেল চেয়ারম্যান নিযুক্ত

পত্নীতলায় ইউপি সদস্যের অনুমোদিত অনুপস্থিতিতে নতুন প্যানেল চেয়ারম্যান নিযুক্ত

নওগাঁ জেলা প্রতিনিধি:

 নওগাঁর পত্নীতলায় ২নং নির্মইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অননুমোদিত অনুপস্থিতির কারণে নতুন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন। 

গতকাল স্থানীয়রা নবনিযুক্ত প্যানেল চেয়ারম্যান মো: আনারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

বর্তমান প্যানেল চেয়ারম্যান আনারুল ইসলাম নির্মইল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য এবং পূর্বেও তিনি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার দায়িত্ব গ্রহনে গোটা ইউনিয়নে বইছে উৎসবের আমেজ।

জানা গেছে, গত ২৮অক্টোবর-২০২৪ হতে আওয়ামীপন্থী চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ অননুমোদিতভাবে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন। এতে ইউপির কার্যক্রম ব্যাহত হচ্ছিলো। এমতাবস্থায় পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার স্থানীয়দের মতামতের ভিত্তিতে ৬নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মো: আনারুল ইসলামকে দায়িত্ব প্রদানের জন্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন। স্মারকলিপির ভিত্তিতে গত ২৮নভেম্বর-২০২৪ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল একটি স্মারকলিপি প্রদান করেন যেখানে মো: আনারুল ইসলামকে প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহনের কথা উল্লেখ রয়েছে।

স্থানীয়রা বলেন ‘মো: আনারুল ইসলাম একজন সৎ এবং জনবান্ধন নেতা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। এতো নির্যাতিত হওয়ার পরেও যে কোনো বিপদে আপদে ইউনিয়নবাসী তাকে পাশে পেয়েছেন। তিনি সব সময় জনগনের সেবায় নিয়োজিত ছিলেন। তাই তার দায়িত্ব গ্রহনে ইউনিয়নবাসী অনেক খুশি।’

প্যানেল চেয়ারম্যান আনারুল ইসলাম বলেন ‘আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভানে পালন করবো। আমি সব সময় ইউনিয়ন বাসীর সেবায় নিয়োজিত থাকতে চাই। তাদের আস্থা-বিশ্বাস ধরে রাখতে সচেষ্ট থাকবো।’

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com