আজ শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি :
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আওয়ামী লীগ সরকারের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের বিচার ও গুম হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবীতে পিরোজপুরে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের টাউনক্লাব সড়কে ডা. জুবাইদা রহমান পরিষদের আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইমরান আহমেদ সজিব, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রিয়াজ মাতুব্বর, জেলা ছাত্রদলের সহ সভাপতি এমদাদুল হক তুহিন, জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক শাম্মী আক্তর রোশনি।
এসময় ছাত্রদল ও ডা. জুবাইদা পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, তারেক রহমানের ডাকে ২০২৩ সালের ১০ ডিসেম্বর বিশ্ব মানবধিকার দিবস উপলক্ষে মানববন্ধনে অংশ গ্রহণ করায় আওয়ামী লীগ সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গ্রেফতার করতে বাসায় বাসায় তল্লাশী করে । এসময় নেতাকর্মীদের বাসায় না পেয়ে তাদের পরিবারের সদস্যদের নির্যাতন করে যা মানবধিকার লঙ্ঘনের শামিল। আমরা এই নির্যাতনের বিচার চাই। এছাড়াও গুমের হওয়া সকল নেতাকর্মীদের মুক্তি দিয়ে মানবাধিকার রক্ষা করতে হবে।