আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, আওয়ামী লীগ জনগণের অর্থ লুট করে বিদেশে পাচার করেছে। তারা শিক্ষার নামে বরাদ্দকৃত অর্থ লুট করে নিজেদের পকেট ভরছে। এরা কখনই শিক্ষাবান্ধব ছিল না, শুধু নির্বাচনের সময়ে শিক্ষকদের তাদের অনৈতিক কাজে ব্যবহার করেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট পশ্চিমাঞ্চল শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণের আশ্বাস দিয়ে তিনি আরও বললেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের দুর্ভোগ কিংবা কষ্ট পোহাতে হবে না। বিএনপি দলই শুধু শিক্ষকদের কষ্টের কথা বোঝে, শিক্ষকদের মনের কথা বোঝে।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট উপজেলা পশ্চিমাঞ্চল শাখার আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. কাওসার আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এড. মিজানুর রহমান দুলাল, সদস্যসচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, ইয়াহিয়া খান, পিরোজপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট আহ্বায়ক গাজী শাজাহান, সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা আহ্বায়ক মো. এনায়েত কবির, সদস্যসচিব মো. আসাদুজ্জামান খান, শিক্ষক-কর্মচারী ঐক্য নাজিরপুর উপজেলা আহ্বায়ক প্রভাষক এস এম রেজাউল করিম, সদস্যসচিব এইচ. এম লাহেল মাহমুদ প্রমুখ।
এ সময় শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের নাজিরপুর শাখা পশ্চিমাঞ্চলের নজরুল ইসলামকে সভাপতি ও মো. কাওসার হোসেনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।