আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
নিজেস্ব প্রতিনিধি:
দীর্ঘ ১৬ বছর পর শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫ টায় নওপাড়া ইউনিয়ন বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠন এর আয়োজনে জয়বাংলা বাজার ও নওপাড়া বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি দাদন মুন্সীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শরিয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।
এ সময় আরো উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি,সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর, উপজেলা যুবদলের সভাপতি নিক্সন খান,সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শান্ত, নওপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: মহসিন সরদার, সদস্য সচিব মো: তাকবির হাওলাদার, ইউনিয়ন যুব দলের সদস্য মো: বাবুল সরদার,মহি খা, মজিবর সিকদার, করিম বেপারী,রুবেল মোল্লা,বোরহান সরদার,জয়নাল বেপারী,আক্তার দাড়িয়া,আশিক মুন্সী,জহির বেপারী প্রমুখ।