আজ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার আব্দুস সালাম মোল্লা
ফরিদপুরের নগরকান্দায় আর্তমানবতার সেবায় নিয়োজিত বেগম শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সন্মাননা হিসেবে ক্রেস্টপ্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে উপজেলার পৌর অডিটোরিয়াম হল রুমে আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে আট টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোমোট দুইশত আটজন কৃতি শিক্ষার্থীদের মাঝে এই সন্মাননা ক্রেস প্রদান করা হয়।
আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে বেগম শিরিয়া সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং রোজিনা আক্তার অরন্যের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, বেগম শিরিয়া সমাজ কল্যান সংস্থার পরিচালক ও দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান আহাদ নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফতাব হোসেন সহ বিভিন্ন গন্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।