আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

Logo
News Headline :
পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিলেন এসআই সাইফুল ইসলাম চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ
নওগাঁ বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রহস্যজনক চুরি

নওগাঁ বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রহস্যজনক চুরি

সাগর হোসাইন,বদলগাছী,প্রতিনিধিঃ


নওগাঁ বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাতের আঁধারে রহস্য জনক চুরির ঘটনা ঘটেছে। এমন ঘটনায় হাসপালের কর্তৃপক্ষের উদাসীনকে দায়ী করছেন সচেতন মহল।
বুধবার (৪ ডিসেম্বর) রাতের প্রথম প্রহরের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত চুরির ঘটনা ঘটে বলে সিসি টিভি ফুটেজ মারফত জানা যায়। সিসিটিভি ফুটেজে মুখ বাঁধা অবস্থায় দুইজন ব্যক্তিকে কিছুক্ষনের জন্য দেখা গেলেও পরবর্তীতে আর কিছুই দেখা যায়নি।

সরেজমিনে গেলে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী ও ভারপ্রাপ্ত ক্যাশিয়ারের রুমের দরজার লগ ভাঙা ছিল এবং রুমের ভিতরে আলমারি কৌশলে ভাঙা ছাড়াই খোলা হয়েছে। তবে হাসপাতালে প্রবেশের উত্তরমূখী ও আভ্যন্তরীণ পশ্চিম মেইন গেটের তালা ঝুলানোই ছিল। সিসিটিভি ক্যামেরা উল্টো করা রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রধান সহকারীর আলমারি থেকে ২ লক্ষ ২৫ হাজার ৮৮ হাজার টাকা নেওয়া হয়েছে। এবং ভারপ্রাপ্ত ক্যাশিয়ারের আলমারি থেকে টিকিটের ৩৭ হাজার ৬’শ ৫০ টাকা ও ইউজার ফ্রি ৬৫ হাজার ৮’শ ৬০ টাকা চুরি করা হয়েছে।

২ জন নৈশপ্রহরী থাকা সত্ত্বেও হাসপাতালে চুরি হয় বিষয় টি রহস্য জনক বলে অভিযোগ করেছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী।

এদিকে স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করে অভিযোগর সুরে বলেন, নৈশপ্রহরীরা তাদের কর্তব্যের সময় হাসপাতালের অন্য কক্ষে ঘুমিয়ে থাকে। তবে অভিযোগ অস্বীকার করে নৈশপ্রহরী গোলাম রব্বানী ও বেলাল হোসেন বলেন, রাত্রিকালীন পাহারার সময় জরুরি বিভাগ ও গ্যারেজের দিকে দায়িত্ব পালন করেছি। কখন চুরি হয়েছে কে চুরি করেছে এ বিষয়ে আমরা কিছুই জানিনা। পরে ডিউটি শেষ করে সকালে বাড়ি চলে এসেছি।

ভারপ্রাপ্ত ক্যাশিয়ার আবুল কালাম আজাদ জানান, আমি প্রতিদিনের মতো গতকালও আলমারি বন্ধ করে রুমের দরজায় তালা দিয়ে বাসায় চলে আসছি। আজকে অফিসে এসে দেখি দরজার লগ ভাঙা এবং আলমারি খোলা রয়েছে শুধু টাকা নেই।

চুরির বিষয়ে প্রধান সহকারী আ. সালাম বলেন, আমার অফিস রুমের দরজার লগও ভাঙা ছিল। ভিতরে গিয়ে আলমারি খোলা দেখতে পায়। আলমারিতে রাখা ভ্যাকসিনের নগদ অর্থ উধাও।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কানিজ ফারহানা জানান, চুরির ঘটনাটি রহস্যজনক, আমাদের আরো কি কি চুরি হয়েছে এ বিষয়ে একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হচ্ছে। আপাতত আলমারি থেকে নগদ টাকা চুরির বিষয়ে জানা গেছে। হাসপাতালের কেউ যদি জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কথা হলে বদলগাছী থানা অফিসার ইনচার্জ ওসি শাহ্জাহান আলী বলেন, প্রথমিক অভিযোগ পেয়েছে এবং থানা পুলিশ চুরির ঘটনা তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে চুরির ঘটনায় সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com